প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৯:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২০, ৭:৫১ এ.এম
মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দূর্যগ প্রশম দিবস পালিত
![]()
হারুন অর রশিদ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে দিবসটির আলোচ্য বিষয়ের ওপর দুর্যোগের ঝুঁকিহৃাসে বক্তব্য রাখেন আনসার বিডিপি কর্মকর্তা জনাব মোঃ মনিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা এমাদুল হক, উপজেলা প্রকল্প কর্মকর্তা জনাব মিলন তালুকদার, মঠবাড়িয়া উপজেলা প্রেস কাবের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মঠবাড়িয়া প্রেস কাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাস, সিপিপি নেতা ইকবাল হোসেন, সমাপনি বক্তব্যে ঊমি ভৌমিক বলেন, দূর্যোগ দু’ধরনের একটি মানব স"ষ্ট অন্যটি স"ষ্টিকর্তার গোস্বার ফসল। মানব স"ষ্ট দুর্যোগগুলো দেদারসে ব"ক্ষ নিধন, যুদ্ধ বিগ্রহ ও পরাশক্তি দেশগুলো পাল্লা দিয়ে আনবিক বোমা বিস্ফোরণ যার ফলশ্রুতিতে দিন দিন ধেয়ে আসাছে দুর্যোগ নামের মহা বিপর্যয়। এর মোকাবেলায় সকলের প্রতি নিয়ত সচেতন হতে হবে। পাশা পাশি সিপিবিকে আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.