উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মধ্য কেশবকাঠী মৃত. মন্নান বেপারীর ছেলে মোঃ নজরুল ইসলাম(৩২)’র ৪ বছরের কন্যা শিশু মাফিয়া ‘ বাড়ির সামনে খেলার ছলে পুকুরের জলে পরে ডুবে মৃত্যু হয়েছে।
১২ অক্টোবর সোমবার বেলা ১১টার সময়ে মাফিয়া’কে না দেখে প্রতিবেশীরা খোজা খুজির পরে পুকুরে ভাসমান দেখতে পেয়ে উদ্ধার করে সাথে সাথে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে ডাঃ দ্বীলীপ কুমার ব্রহ্ম মাফিয়া(৪)’কে মৃত বলে ঘোষণা করেন।
স্বজনরা জানান শিশু টির পিতা মোঃ নজরুল ইসলাম বেপারী(৩২) বর্তমানে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছে, তাই শিশুটির মা ও নজরুলের স্ত্রী মাহমুদা বেগম স্বামীকে জেল থেকে ছাড়াতে সকালে উকিলের সাথে পারার্মশ করতে বরিশাল গেলে, শিশু মাফিয়াকে বাসায় রেখে যায়। এঘটনায় স্থানিয় সকলে শোক প্রকাশ করেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply