
হারুন অর রশিদ ঃঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার সকাল ১০ থেকে উপজেলা পরিষদ মাসিক আইন শৃঙ্খলা ও শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি সভা পৃথক পৃথক ভাবে নির্বাহী অফিসার ঊমি ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ। আকাশ কুমার কুমার কুন্ডু সহকারি কমিশনার (ভূমি), ভাইসচেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. নাসরিন জাহান, থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এস,আই জাহিদ হাসান, বীর মুক্তিযোদ্ধ ফারুকুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা শরিফ মোঃ আলমগীর হোসেন, মঠবাড়িয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু পরিতোষ বেপারী, সাধারণ সম্পাদক পঙ্কজ সওজাল, সমাপনি বক্তব্যে ঊর্মি ভৌমিক বলেন, ধর্ম যার যার উৎসব সবার কথার প্রতিপাদ্যকে অগ্রাধিকার দিয়ে তিনি বলেন, প্রত্যেক পূজামন্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা সকল নিরাপত্তার দায়িত্বে বিরামহীন নিয়োজিত থাকবেন। র্যাবের মোবাইল টিমও প্রস্তুত রাখা হবে। সার্বিক বিষয় উপজেলা পরিষদ থেকে সার্বক্ষনিক মনিটরিং করা হবে।
Leave a Reply