প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২০, ৩:১৭ পি.এম
উজিরপুরের সেই কথিত চিকিৎসকসহ ৫ জনকে জরিমানা
![]()
নাজমুল হক মুন্না :: চিকিৎসক না হয়েও ব্যবস্থাপত্র দেয়াসহ বিভিন্ন অভিযোগে বরিশালের উজিরপুরের শিকারপুর বন্দরের হাঁতুরে চিকিৎসক সঞ্জয় কুমার রায়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার শিকারপুর বন্দরে হাঁতুরে চিকিৎসক সঞ্জয় রায়ের নাইস হেলথ কেয়ার নামের ফার্মেসীতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র।
এছাড়া ওই বন্দরের কীটনাশক ব্যবসায়ী জহিরুল মৃধাকে তিন হাজার ও মিষ্টি ব্যবসায়ী করিমকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে সকালে ইচলাদী বাসষ্ট্যান্ডের এলাকায় অভিযান চালিয়ে ২ ওষুধ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.