বিশেষ প্রতিনিধি ঃ আজ ০৮ অক্টোবর ২০২০ খ্রিঃ উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি কার্যালয় সম্মেলন কক্ষ বরিশালে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা ।
উপ-পুলিশ কমিশনার দক্ষিণ তাঁর বিভাগের সকল কর্মকর্তাদের জন সম্পৃক্ততা বাড়িয়ে জনগণকে আরও স্বচ্ছ ও নির্ভেজাল সেবা দানে সচেষ্ট হতে তাগিদ প্রদান করেন।
তিনি বলেন ,পুলিশে চাকুরি করে বেহেস্তে যাওয়া সম্ভব ।আরও সততার সাথে প্রতিটি মামলা তদন্ত করতে হবে,অনৈতিক ভাবে লাভবান হওয়ার ইচ্ছা যেন কারো মাথায় না আসে ।
সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা থানা বিএমপি জনাব রাসেল এর সঞ্চালণায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ জাকারিয়া রহমান, সহকারী পুলিশ কমিশনার বিএমপি বন্দর থানা জনাব শারমীন সুলতানা রাখি, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা বিএমপি জনাব মোঃ নুরুল ইসলাম পিপিএম , অফিসার ইনচার্জ বন্দর থানা বিএমপি জনাব মোঃ আনোয়ার হোসেন তালুকদার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.