
হারুন অর রশিদ ঃঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২০ অনুষ্ঠানে নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, আকাশ কুমার কুন্ডু সহকারী কমিশনার (ভূমি), প্যানেল মেয়র তাহিরুন্নেছা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস প্রিন্স, থানার ওসি তদন্ত মোঃ আব্দুল হক, পৌরসভার সচিব হারুন অর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, মঠবাড়িয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমূখ। বিভিন্ন বক্তার দিকনির্দেশনা মূলক বক্তব্যকে প্রাধান্য দিয়ে সমাপনি বক্তব্যে ঊমি ভৌমিক বলেন, প্রতিটি শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করা সরকারের পক্ষ হতে প্রত্যেক মা-বাবার আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। না হয় একদিন ওই শিশুটি চলার পথে প্রতিটি কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। এমনকি মদন মিরাস আইনে উত্তরাধীকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকেও সে একদিন বঞ্চিত হবে। বিষয়টির ওপর গুরুতা¡রোপ করে পিছনের ঘুনেধরা দায়িত্ববোধকে জেরে ফেলে প্রতিটি নাগরিকের জন্ম নিবন্ধন কার্যটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দপ্তরে গিয়ে যথা সময়ে নিশ্চিত করি দিবসটিতে এ অঙ্গীকার হোক আমাদের সকলের ব্রত।
Leave a Reply