আব্দুল্লাহ আল মামুন ঃঃ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। সারা বিশ্বে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালবাসা আর তাদের অবদানের কথা স্মরণ করে প্রতিবছর এ দিন টি পালন করা হয়। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তরাঞ্চলের মিরুখালী স্কুল অ্যান্ড কলেজ, ছোটহাজরি আলিম মাদ্রাসা, বাঁশ বুনিয়া রাশেদিয়া উচ্চ বিদ্যালয়, ভগিরথপুর মাধ্যমিক বিদ্যালয় ও নুর জাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে মিলনায়তনে সকাল ৯ ঘটিকায় এক ব্যতিক্রমধর্মী ডাইনামিক শিক্ষকমেলা অনুষ্ঠিত হয়। করোনাকালীন সময়ে সারা বাংলাদেশে শিক্ষায় বিপ্লব আনার রোল মডেল হিসেব ৯ দিন ব্যাপী আইসিটি ইন হাউস প্রশিক্ষণ সম্পন্ন করে তথ্য প্রযুক্তির আলোকে ডিজিটাল কনটেন্ট তৈরি করে মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদানে দক্ষতা অর্জন করে নিজস্ব এন্ড্রয়েড সেট ল্যাপটপ নিয়ে শিক্ষকগণ স্বতঃস্ফু্র্ত ভাবে এ মেলায় অংশ গ্রহণ করেন। দক্ষিণ বাংলার অন্যতম বিদ্যাপীঠ মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, কর্মবীর, শিক্ষকনেতা, সমাজ সংস্কারক আলমগীর হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ঊর্মি ভৌমিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম ভূঞাঁ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- সত্যিই আমি অভিভূত আজ সারা বিশ্বের মধ্যে মনে হয় এক ব্যতিক্রম আয়োজন। ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকগণ ডাইনামিক শিক্ষক হিসেবে আইসিটি প্রশিক্ষণ সম্পন্ন করে নিজস্ব ল্যাপটপ নিয়ে এ মিলন মেলায় হাজির হওয়া নিশ্চয়ই প্রশংসার দাবিদার। আমি সেলুট জানাই এর আয়োজকদের। এটা হতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে এসডিজি ৪ অর্জন ও শিক্ষা ক্ষেত্রে ডিজিটালাইজেশন বাস্তবায়নের অপূর্ব দৃষ্টান্ত। এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ হতে সকল শিক্ষদের শুভেচ্ছা জানিয়ে শিক্ষকদের ক্লাশে পাঠদানের পাশাপাশি সততা, নৈতিকতা, দেশপ্রেম ও মূল্যবোধ শিক্ষা দেয়ার জন্য অনুরোধ জানান। এ সময় ৫ টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ইসমাইল হোসেন ও সাংবাদিক নাসির উদ্দিন হাওলাদার সহ বিভিন্ন মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.