মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ করোনায় আক্রান্ত হওয়ায় গত-২৩ সেপ্টেম্বর মেহেন্দিগঞ্জ চরএককরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন শান্তিরহাট স্কুল মাঠে! ওইদিন বৃষ্টি থাকার কারনে ছবি সম্মিলিত ব্যনারটি শান্তিরহাট জামে মসজিদের মধ্যে টানিয়ে দোয়া অনুষ্ঠান করা হয়। মসজিদের মধ্যে ব্যনার টানিয়ে দোয়া অনুষ্ঠান করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে ধর্মপ্রাণ মুসুল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনায় আজ বৃহস্পতিবার বাদ আছর শান্তিরহাট জামে মসজিদে উপস্থিত হয়ে সকল নেতাকর্মীদের পক্ষ থেকে মহান রাব্বুল আলামীনের ও উপস্থিত সকল মুসল্লিদের কাছে প্রকাশ্যে হাতজোড় করে ক্ষমা চাইলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ। এসময় মসজিদের ঈমাম মাওঃ আনিচুর রহমান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.