এস এম শাহ আলম কাজিরহাট// বরিশাল জেলার ২ নং লতা ইউনিয়নে ১৩ ডিসেম্বর আনুমানিক বিকাল ৪ঃ৩৫ মিনিটে জয়নগর ইউনিয়নের পূর্ব কাদেরাবাদ গ্রামের গয়েজ ফকিরের ছেলে মাদক ব্যবসায়ী নেছার ফকিরকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সহ গতকাল গ্রেফতার করেন কাজিরহাট থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায় গতকাল বিকাল আনুমানিক চারটার সময় কাজিরহাট অফিসার ইনচার্জ নবিউল হাসানের মোবাইল ফোনে একটি সংবাদ আসে। লতা ইউনিয়ন কাদিরাবাদ গ্রামে ২ নং ওয়ার্ডে আবু তাহেরের দোকানের সামনে নেছার ফকির মাদক বিক্রয় করিতেছে, এই সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ নবিউল হাসানের নির্দেশক্রমে,এস আই মামুন ও এস আই নজরুল সঙ্গীয় ফোর্স সহ দ্রুত ঘটনা স্থলে চলে যান।, পুলিশের টের পেয়ে মাদক ব্যবসায়ী নেছার দৌড়াইয়া পালাইবার চেষ্টা চালান, অতঃপর পুলিশ তাকে গ্রেফতার করেন।
তখন জনসম্মুখে মাদক ব্যবসায়ী নেছারের শরীর তল্লাশি করে তাহার প্যান্টের মধ্যে থেকে পকেটে পলিথিন প্যাচানো (৯৭পিস) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
অবশেষে তাহাকে কাজিরহাট থানায় নিয়ে আসে, আসামি নেছারের বিরুদ্ধে কাজিরহাট থানায় মাদক দ্রাব্য আইনে পুলিশ একটি মামলা দায়ের করেন।
১৪ই ডিসেম্বর মামলা সূত্রে তাহাকে বরিশাল বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
এলাকার সূত্রে জানাজায় নেছার ফকির দীর্ঘদিন কাজিরহাট থানায় মাদক ব্যবসায়ীর সাথে জড়িত, কাজিরহাট থানার বিভিন্ন ইউনিয়নে সে মাদক বিক্রি করেন।
এই ব্যাপারে কথা হয় কাজিরহাট থানার অফিসার ইনচার্জ নবিউল হাসানের সাথে সে জানায় মাদক ব্যবসায়ী কাউকে ছাড় দেওয়া হবে না। এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.