
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
ক্লিন ইমেজ প্রার্থীদের নমিনেশন দিলে আমি এগিয়ে থাকবো! বরিশাল-৪ (হিজলা মেহেন্দিগঞ্জ) আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এ এম মাসুম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি।
রোববার সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় কালে আরো বলেন, আমি জাতীয়তাবাদী দলের একজন মনোনয়ন প্রত্যাশী। আমি ছাড়াও এই আসনে একাধিক যোগ্য এবং দলের ত্যাগী প্রার্থী মনোনয়ন চাচ্ছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ক্লিন ইমেজ’ধারী প্রার্থীদের প্রাধান্য দেবে বিএনপি। অপকর্মে জড়িত বা বিতর্কিত কাউকে মনোনয়ন দেবে না দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটা নিয়ে আসনভিত্তিক কাজ শুরু করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ত্যাগী ও ক্লিন ইমেজধারীদের দিয়ে চূড়ান্ত প্রার্থী তালিকার খসড়া তৈরি করা হবে। তারেক রহমান চাচ্ছেন দুর্নীতি মুক্ত, ক্লিন ইমেজের নেতৃত্ব। চাঁদাবাজ, দখলবাজ, তিনি নেতৃত্ব দেবেন না। সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও আধুনিকায়নের যে চ্যালেঞ্জ সেই জায়গায় কাজের সুযোগ বেশি দেখছি।
প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, দলীয় কর্মসূচির পাশাপাশি নিয়মিতই এলাকায় সময় দিচ্ছি। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মিশছি। বয়স্ক মানুষ, মহিলা ও ইয়াং জেনারেশন সবার রেসপন্স পাচ্ছি।
আপনারা জানেন আমাদের পরিবার ১৯৯০ সাল থেকে হিজলা- মেহেন্দিগঞ্জ- কাজিরহাটের মানুষের সুখে দুঃখে পাশে ছিলো। ভবিষ্যতেও থাকব। সবদিক বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দিবে। আমি আইনাঙ্গনে দলের জন্য সর্বোচ্চ দিতে পারব। আমি কামিয়াব হলে হিজলা-মেহেন্দিগঞ্জের নদী ভাঙ্গনরোধ এবং অভ্যান্তরিন রাস্তাঘাটের উন্নয়নে অগ্রাধিকার দিবো। হিংসা বিদ্বেষ এবং হানাহানিমুক্ত উপজেলা গড়ে তুলবো। একাত্মতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবো। শারদীয় দুর্গা উৎসবে পারস্পারিক সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রাখতে হবে। উল্লেখ্য ব্যারিস্টার এ এম মাসুম ও তার পরিবার হিজলা-মেহেন্দিগঞ্জ এলাকায় বহু শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা প্রতিষ্ঠা, অসহায় দুঃস্থ গরিব মানুষের মাঝে দীর্ঘদিন গরু ছাগল, শীতবস্ত্র, মসজিদ, মাদ্রাসায় অনুদান দিয়ে আসছেন।
Leave a Reply