
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক কাজ করতে চায় মেহেন্দিগঞ্জের চানপুরের একদল তরুনদের নিয়ে গঠিত যুব ঐক্য পরিষদ! সংগঠনের কর্মপরিকল্পনা ঠিক করতে গত শনিবার (১৩ সেপ্টম্বর) রাত ৮টার দিকে সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় যুব ঐক্য পরিষদের সভাপতি চানপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ আলম সিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান সহকারী এটর্ণী জেনারেল এ্যাডভোকেট এম হেলাল উদ্দিন।
প্রাকৃতিক দুর্যোগ যেমন নদী ভাঙ্গন রোধ, রাস্তাঘাট নির্মান, ঝড়-বন্যায় বা অন্যান্য সামাজিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করা।
তরুণ ও কিশোরদের সামাজিক ও নৈতিক বিকাশে সহায়তা করা এবং তাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা। পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও উন্নত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করা।
সুবিধা বঞ্চিতদের সহায়তা, শিক্ষামূলক কার্যক্রম, স্বাস্থ্যসেবা প্রদান, পরিবেশ সুরক্ষা, এবং বিভিন্ন দুর্যোগে ত্রাণ বিতরণ। এসব কাজে স্বেচ্ছাসেবক সদস্যরা বিনা বেতনে কাজ করবেন, যার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করা হয়। বন্যা, ঘূর্ণিঝড় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং ত্রাণ সহায়তা ও পুনর্বাসনে অংশ নেওয়া।
একঝাক তরুন সমাজসেবকদের নিয়ে গত ৯-মে-২০২৫ ইং সংগঠনের আত্মপ্রকাশ ঘটার পর পরই সামাজিক কর্মকান্ডে নেমে পড়েন।
এই সংগঠনটি সাধারণত অরাজনৈতিক, অলাভজনক এবং গণতান্ত্রিক উপায়ে পরিচালিত হচ্ছে। ঢাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জের বুলতা গাউছিয়া এলাকা থেকে যুব ঐক্য পরিষদের কর্মকান্ড পরিচালনা করা হয়।
Leave a Reply