
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে (১০ সেপ্টেম্বর) উপজেলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইমরানুর রহমান এর সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম। মেডিকেল অফিসার এবি এম সোলাইমান মাসুম, মেডিকেল অফিসার মোঃ আব্দুল্লাহ, শিক্ষা অফিসার মোঃ মাঈনুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি নুর নবী মোঃ ফরিদ উদ্দিন খোকন, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মোঃ সেলিম। সঞ্চালনায় ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আবুল বাশার। বিভিন্ন দপ্তরের প্রধানরা, স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান শিক্ষক, ইমাম, পুরোহিত, এনজিও প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত উপজেলার ৬৭ হাজার শিশু-কিশোরকে আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত টাইফয়েড-এর টিকা প্রদান করা হবে।
Leave a Reply