মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে ওই ইউনিয়নে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
প্রতিষ্ঠা বার্ষিকির র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান তালুকদার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান মাঝি।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাজারুল ইসলাম পারভেজ খন্দকার, যুগ্ম-আহবায়ক মোঃ সিরাজ খান,
উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ফখরুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক প্রিন্স মাহামুদ, সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আলোচনা সভায় প্রধান অতিথি সালাউদ্দিন পিপলু বলেন,
১৭টি বছর আন্দোলন সংগ্রামের পর ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। আন্দোলনে সাধারণ মানুষ আমাদের সাথে ছিলো। সময় এসেছে সাধারণ মানুষকে মূল্যয়ন করার। এমন কোন কাজ করা যাবে না যাতে দলের বদনাম হয়। বিএনপি সব সময় দেশের সংকটময় পরিস্থিতি উত্তরণে ভূমিকা রেখেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে।
ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মাঝি বলেন, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম হয়েছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন জাতীয় নির্বাচনে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.