নিজস্ব প্রতিবেদক// দলীয় মনোনয়ন পেয়ে আগামিতে এমপি নির্বাচিত হলে চাঁদাবাজ ও ভৃমি দখলকারীদের বিচার খাম্বার সাথে বেঁধে করা হবে বলে হুঁশিয়ারি দেন সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ। বুধবার (২৭ আগস্ট) মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলীমাবাদ ইউনিয়নে সর্বস্তরের জনগণের সাথে গণসংযোগ শেষে মাঝকাজী বাজারে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেজবাহ উদ্দিন ফরহাদ। তিনি আরো বলেন, অনেকেই ৫ই আগষ্টের পর বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করছে। যারা গোবিন্দপুর চরের সাধারণ মানুষের জমি দখল করেছেন, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। এরা গণদুশমন, এদের জন্য দল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও তিনি বলেন, আলীমাবাদের চেয়ারম্যান বাপ্পীকে রক্ষা করতে কারা ১০ লক্ষ টাকা চাঁদা নিয়েছেন সব আমাদের জানা আছে। সময় মতো সকল অপরাধীকে বিচারের আওতায় আনা হবে। এ সময় তিনি সকলকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এর আগে মেজবাহ উদ্দিন ফরহাদ বিকেল সাড়ে তিনটায় গাগুরিয়া সুইসগেট এলাকায় এসে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের স্বাধীন বাজার, গাগুরিয়া বাজার, বটতলা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ শেষে মাঝকাজি বাজারে ইউনিয়ন বিএনপি নেতা শহীদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক পৌর মেয়র(ভারপ্রাপ্ত) জিয়া উদ্দিন সুজন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শাহ এম আর আলম, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নদী মোঃ জামাল হোসেন, উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান মুকুল, উত্তর জেলা তাতী দলের আহবায়ক ইউনুছুর রহমান যুবায়ের, মেহেন্দিগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আমজাদ পোদ্দার,আলীমাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসুদ মৃধা, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সেন্টু রাঢ়ীসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.