মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//মেহেন্দিগঞ্জ উপজেলার ১৩নং গোবিন্দপুর ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা এবং সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা অনুষ্ঠানটি জনস্রোতে রুপ নেয়।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় পুর্বহর্ণি দেওয়ান বাড়ির উঠানে অনুষ্ঠিত কর্মী সভায় প্রায় দুই হাজার মহিলা উপস্থিত ছিলেন। সভাপতিত্বে করেন ওই ইউনিয়ন মহিলা দলের সভাপতি নাছিমা বেগম।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, বিশেষ অতিথি চৌধুরী শরিফা নাসরিন, যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন রাঢ়ী, ছাত্রদলের সাধারন সম্পাদক খলিলুর রহমান, আশরাবা আক্তার মিম ও রিমা বেগম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মাঝি।
প্রধান অতিথি মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন বলেন, মেহেন্দিগঞ্জে বিএনপিকে ভোটে হারানোর মতো কোন দল নেই। কেউ হারাতেও পারবে না।মেহেন্দিগঞ্জে বিএনপি যতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে ততবারই গোবিন্দপুর থেকে সর্বোচ্চ ভোট দিয়েছেন আপনারা। বাংলাদেশে রগকাটা কালচার একমাত্র জামায়াতের। খুলনায় যুবদল কর্মীকে পায়ের রগ কেটে হত্যার ঘটনায় জামায়াত প্রতিবাদ করেনি। এখন বিএনপি ক্ষমতায় নেই। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব প্রশাসনের এবং সরকারের। কোথায় হত্যা কান্ডের ঘটনা ঘটলে বিএনপি এবং তারেক রহমানকে জড়িয়ে স্লোগান দেওয়া হয়।
জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরিফা নাসরিন বলেন, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংযোজন করেছেন। বিএনপি ইসলামের পক্ষের লোক। জামায়াত নামে ইসলামি দল কামে ইসলামি নয়।
যুবদলের সভাপতি মিজানুর রহমান বলেন, জামায়াত ইসলাম সারাদেশে হাদিয়ার নামে চাঁদাবাজী করে। সেই টাকা দিয়ে ছুরি কিনে মানুষের পায়ের রগ কেটে দেয়। চাঁদাবাজির টাকা দিয়ে অস্ত্র কিনে মানুষ খুন করে। মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে ইসলামি ব্যাংক ইসলামি হাসপাতাল করে নিজেদের ফ্রী চিকিৎসা করায়। আপনাদের থেকে অতিরিক্ত টাকা নিয়ে আপনাদের চিকিৎসা করায়। ওরা ভোট চুরি করে উলানিয়া গোবিন্দপুরে চেয়ারম্যান হয়েছে। স্বাধীনতা বিরোধীতা করে এদেশের মা বোনদের পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ধর্ষণ করানোর জন্য। ৩লাখ মা বোনকে ওনা ধর্ষণ করে খুন করেছে। ওরা জান্নাতের টিকিট বিক্রি করে মানুষের ঈমান নষ্ট করে ভোট চায়। আপনারা সতর্ক থাকবেন। ওরা ভন্ড এবং প্রতারণা করে যাচ্ছেন। জামায়াতের বেহেশতের টিকেট ক্রয় থেকে সতর্ক থাকবেন কারণ ওরা নিজেরাই বেহেশতে যেতে পারবে কিনা সন্ধেহ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.