
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের ৩নং বালিয়া ওয়ার্ড
বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী সভা ও প্রাথমিক সদস্য নবায়ন এবং সদস্য ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন
রোববার (২০ জুলাই) সন্ধ্যায় বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কর্মী সভা ও সদস্য পদ নবায়ন ফরম বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আকবর আলী। সঞ্চালনা করেন ছাত্রনেতা মিরাজ খান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহাগ হোসেন সরদার, উলানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম চৌধুরী মিল্টন, উলানিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আসাদুল হক মিল্টন চৌধুরী, স্থানীয় নুরে আলম মিন্টু, জাকির হোসেন।
এ সময় অনুষ্ঠানে ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতা কর্মী, শুভাকাঙ্খি , সমর্থকরা উপস্থিত ছিলেন।
গিয়াস উদ্দিন দিপেন বলেন, বিএনপি ক্ষমতায় আসলে এদেশে সন্ত্রাস ও চাঁদাবাজ থাকবে না, শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, রাজিব আহসান এমপি হলে এই অঞ্চলের ভাগ্য উন্নয়ন হবে, উত্তর উলানিয়া ইউনিয়ন বিএনপির কেউ ৫তারিখের পরে কোন চাঁদাবাজি করেনি।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.