
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মেহেন্দিগঞ্জ উপজেলার ১৩নং গোবিন্দপুর ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার( ৬ জুলাই) বিকেল ৫ টায় উত্তর শাহবাজপুর জর্জ ইনস্টিটিউশন মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
ওই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান তালুকদার এর সভাপতিত্বে জহির উদ্দিন সরদার ও তারেক দেওয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মাঝি, মারুফ দেওয়ান, বাকের হোসেন খান, বাকের সিকদার, শাহাবুদ্দিন রাঢ়ী, কামাল মাঝি, খলিল হাওলাদার প্রমুখ।
সভায় যুবদলের সভাপতি মিজানুর রহমান মাঝি বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমরা এখানে উন্মুক্ত কর্মী সভা করতে পেরেছি, পতিত সরকারের আমলে আমার উপর এবং আমার বাড়িতে একাধিকবার হামলা করা হয়েছে, বিএনপিকে হামলা, মামলা, নির্যাতন, গুম ও খুন করেও দমাতে পারেনি, দারোয়ানে মালিকানা বিল্ডিং খেয়ে ফেলিতেছে, বেড়ায় খেত খেয়ে ফেলছে, আমরা সতের বছর ঘুম হারাম করে আন্দোলন সংগ্রাম করেছি আজ আমাদের বাদ দিয়ে ছাত্ররা ফসল খেয়ে ফেলছে, চরমোনাই পীরের সমালোচনা করে বলেন, কোন পীরের মুরিদ হওয়া যাবে না, ধর্ম বিক্রি করে কোন প্রচার করবেন না, যারা হাত পাখা দিয়ে আওয়ামী লীগকে বাতাস করেছে তারাই এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, এদেশে পীরদের ব্যবসা ভালো, তাদেরতো টাকার অভাব নেই, মানুষের পকেটের টাকা নিয়ে রাজনীতি করে, ছাত্ররা নিজেদের আখের গুছিয়ে নিচ্ছেন, ইসলামি দলগুলো ইসরায়েলকে অনুসরণ করে নির্বাচন করতে চায়, যারা এনসিপির সুরে কথা বলছেন তাদেরকে আমরা প্রত্যাক্ষান করেছি, ২৯৭১ সালে জামায়াত এদেশের মানুষকে ভুল ব্যাখা দেওয়ায় ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে। আগামী সংসদ নির্বাচন ধানের শীষের প্রার্থীকে বিজয় করতে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং গোবিন্দপুর ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।
সভার সভাপতি লুৎফর রহমান তালুকদার বলেন, জামায়াত ইসলাম হলো বানর, এরা ক্ষনে থাকে বিএনপির সাথে, ক্ষনে থাকে আওয়ামী লীগের সাথে, ক্ষনে থাকে জাতীয় পার্টির সাথে, বাতাস যেদিকে দেখে বানরের মতো সেদিকেই লাফালাফি করে, এরা ড.ইউনুসকে বলেছিলো বানর এখন তারা তার সাথে, জামায়াত ভাইয়েরা দেশ গরম করবেন না, পাকিস্তানের পক্ষে থেকে অনেক মা বোনের ইজ্জত মেরেছেন, শেখ হাসিনা গেছে ভারতে আর চরমোনাই লাভের মধ্যে আছে লসের মধ্যে নেই।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.