কাজিরহাট প্রতিনিধি// বরিশাল জেলার কাজির হাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নে পশ্চিম রতনপুর গ্রামের মাদক ব্যবসায়ী মামুন মাল'কে শনিবার ৫ জুলাই দিবাগত রাত্র আনুমানিক তিনটার সময় পুলিশের বিশেষ অভিযানে ২০ গ্রাম গাজা ও ৮পিছ ইয়াবা সহ পুলিশের হাতে গ্রেফতার হন।
থানা সূত্রে জানাজায় গতকাল রাতে কাজিরহাট থানার এসআই মোরশেদ আলমের নেতৃত্বে,কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নির্দেশক্রমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অটো বাইক চালক মামুন মাল আমির খানের দোকানের সামনে মাল বিক্রি করার সংবাদ পেয়ে, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মামুন মালকে তল্লাশি চালিয়ে তাহার প্যান্টের বাম পকেট থেকে ২০ গ্রাম গাঁজা ও ৮পিস ইয়াবা সহ মামুন কে গ্রেফতার করেন।
এলাকা সূত্রে জানা যায় মামুন মাল দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত।
পুলিশ সূত্রে আরো জানা যায় পশ্চিম রতনপুরে এখনো অনেক মাদক কারবারি রয়েছে, তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.