ইউসুফ আলী সৈকত//
বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে গেছে মামাতো-ফুফাতো দুই বোন।
বুধবার (১১জুন ) দুপুর ১টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রহমানেরহাট নামক খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোজ কিশোরীরা হলো জয়নগর ইউনিয়নের জেলে রফিকুল ইসলাম সরদার এর মেয়ে রাইসা (১২)। মাদ্রাসার ২য় শ্রেণীর পড়ুয়া ছাত্রী। এবং ঢাকার গেন্ডারিয়া এলাকার রিক্সাচালক জসিম বেপারীর মেয়ে জান্নাত (১৩)। জান্নাত নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় রাবেয়া খানম জানান, ঈদে মা-বাবার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে ১৩ বছর বয়সী জান্নাত। বুধবার দুপুর ১টার দিকে মামাতো বোন রাইসাসহ সবার অগোচরে বাড়ির পাশের গজারিয়া নদীতে গোসল করতে নামে তারা। এ সময় তাদের একজন পানিতে তলিয়ে যেতে থাকলে অপরজন উদ্ধার করতে যায়। কিন্তু একপর্যায়ে দুজনই নদীতে তলিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী দুলাল বেপারি বলেন, পাশেই গোসল করেছিলেনতিনি। বিষয়টি টের পাওয়ার পর তাদের নদীতে খুঁজতে থাকেন। পরবর্তীতে তার ডাক চিৎকারে শত শত লোকজন ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। বরিশাল থেকে ডুবুরি এবং হিজলা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ওই দিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের খোজাখুজি করেন। ২৪ ঘন্টায়ও তাদের খোঁজ মিলেনি।
জান্নাত ঘটনার আগের দিন তার মা নাজমা বেগম আর বাবা জসিম বেপারীর সাথে ঢাকা থেকে মেহেন্দিগঞ্জের জয়নগর ইউনিয়নের নানা বাড়িতে বেড়াতে আসেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.