প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২২, ১১:৪৭ এ.এম
বঙ্গোপসাগরে সুস্পষ্ট গভীর নিম্নচাপঃ ৩ নম্বর সতর্কতা সংকেত জারি

আব্দুল কাইয়ুম, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
আন্দমান সাগরে অবস্থান করা সুস্পষ্ট লঘূচাপটি গভীর নিম্নচাপে পরিনত হয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর পুনঃ ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রবিবার (অক্টোবর ২৩) সকাল ৯টায় হতে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া দফতরের নিজস্ব ওয়েবসাইটে উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মোঃ মনোয়ার হোসেন স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি এতথ্য জানানো হয়েছে।
সিনপটিক অবস্থা: আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ আকারে আজ (২৩ অক্টোবর ২০২২) সকাল ০৯ টায় (অক্ষাংশ ১৫.৫ ডিগ্রী উত্তর এবং দ্রাঘিমাংশ ৮৯.২ ডিগ্রী পূর্ব) পূর্ব মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপটি অবস্থান করছে। এটি আরো ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
পূর্বাভাস: খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়। ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
তাপমাত্রা: সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রী সে. হ্রাস পেতে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, সেইসাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
###
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.