প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৪:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২২, ১:১৫ পি.এম
আজ ইমামুল্লার চর ঈদে মিলাদুন্নবী(সঃ) উদযাপন পরিষদের মিলাদ মাহফিল

এম মনির চৌধুরী রানা //
চট্টগ্রামের বোয়ালখালী ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইমামুল্লার গ্রামের জশনে জুলুসে ঈদে-এ মিলাদুন্নবী আজ বৃহস্পতিবার ২০ অক্টোবর ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের উদ্যোগে সমগ্র সৃষ্টি জগতের প্রাণ প্রিয় নবী(সা.) এর এই ধরণীতে শুভাগমন উপলক্ষ্যে এক বিশাল ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ২০ অক্টোবর রোজ বৃহস্পতিবার অত্র এলাকার ইমামুল্লার চর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হবে।
এতে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী মহাসচিব বাংলাদেশ যাত্রী কল্যান সমিতি ঢাকা , এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ ইয়াসিন চৌধুরী উপ-পরিচালক অডিট ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাসেন্স বিশ্ব বিদ্যালয় চট্টগ্রাম,
প্রধান মেহমান হিসাবে উপস্থিত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি পীর সাহেব গাছতলা দরবার শরীর ইসলামপুর চন্দপুর,খতিব কমলা পুর রেলস্টেশন জামে মসজিদ ঢাকা, বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থাকবেন এম সোলাইমান ফরিদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক এবং উপদেষ্টা দরবার আশারাফিয়া,বিশেষ বক্তা আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক মারুফ আরবি প্রভাষক বেংগুরা সিনিয়র মাদ্রাসা,বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মৌলানা মুহাম্মদ সাদ্দাম হোসেন আল কাদেরী খতিব হালিশহর বি ব্লক কেন্দ্রীয় জামে মসজিদ চট্টগ্রাম, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হাফেজ কারী মৌলানা মুহাম্মদ শাহ আলম খতিব ইমামুল্লার চর শাহী জামে মসজিদ, সভাপতিত্বে করিবেন জনাব সৈয়দ মোঃ মোখতার উদ্দিন বিশিষ্ট শিক্ষাবিদ,সমাজসেবক ও সভাপতি ইমামুল্লার চর গ্রাম উন্নয়ন কমিটি।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.