প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২২, ১:০০ পি.এম
কুমিল্লায় বুলু ও তার স্ত্রীর ওপর হামলা

অনলাইন ডেস্ক//
কুমিল্লায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী বরকত উল্লা বুলু ও তার স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় আরও ৫ জন আহত হয়েছেন। বিএনপির দাবি, স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা এই হামলা করেছে। হামলায় বুলুর মাথা ফেটেছে আর তার স্ত্রীর এক হাত ভেঙে গেছে।
পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা সদরের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠায়। রাত ১২টায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জানান, বরকত উল্লা বুলু তার স্ত্রী শামিমা বরকত লাকিসহ নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন।
পথে কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে হামলা করে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা। এতে তার স্ত্রীর এক হাত ভেঙে যায় এবং বুলুর মাথা ফেটে গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে তারা যাত্রাবিরতি করছিলেন। এ সময় আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে।
বুলু ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। হামলায় আরও আহত হয়েছেন বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন।
বরকত উল্লা বুলুর ছেলে বলেন, জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দেড় শতাধিক সন্ত্রাসী এ হামলা করেছে।
লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে তাদের ওপর হামলা করা হয়। এতে বাবার মাথা ফেটে গেছে। তিনি জানান, তাদের সঙ্গে থাকা চারজন গুরুতর আহত হয়েছেন।
তারা হলেন-মোস্তফা, রাজু, ফারুক ও গাড়িচালক আলী। এ বিষয়ে নাথের পেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেকটর জাওহার ইকবাল বলেন, হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই।
সেখানে গিয়ে হামলাকারীদের খুঁজে পাওয়া যায়নি, তবে কারা ওনার ওপর হামলা করেছে, এটা এখনো নিশ্চিত হতে পারিনি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.