প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৩:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২২, ১১:৩২ এ.এম
বিদ্যালয়ের আঙ্গিনায় বজ্রপাতে ৩ শিক্ষার্থী অজ্ঞান

রাজিব তাজ//
বিদ্যালয় আঙ্গিনায় বজ্রপাত হওয়ায় বিকট শব্দে শ্রেণীকক্ষে মধ্যে অসুস্থ হয়ে পড়েছে ৫/৬ জন শিক্ষার্থী। রবিন (১৪) নামক এক ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা ১টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দাড়িচর খাজুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার বড়াল জানান, বেলা ১টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এসময় সপ্তম শ্রেণি কক্ষের অদুরে বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ভীত ও আতঙ্কিত হয়ে সপ্তম শ্রেণির রবিনসহ তিন শিক্ষার্থী অজ্ঞান হারান ও আরও ৪-৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে অন্য দুই শিক্ষার্থীর জ্ঞান ফিরলেও রবিনের জ্ঞান না আসায় তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
বেলা ৩টার দিকে হাসপতাালে জ্ঞান ফেরার পর রবিন (১৪) স্থানীয় সংবাদকর্মীদের জানান, সে জানালার পাশে বসা ছিল। বিকট শব্দে সে অজ্ঞান হয়ে পড়ে। তার হাতে সামান্য তাপ লেগেছে বলে রবিন জানিয়েছে।
মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুন্নবী বলেন, বজ্রপাতের বিকট শব্দে দড়িরচর খাজুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির তিন শিক্ষার্থী অজ্ঞান হয়েছিল। তারা সবাই এখন সুস্থ আছে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.