প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৭:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২২, ১:৫৪ পি.এম
বরিশালের চরকাউয়ায় ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মোঃআল-আমীন রিমন //
বরিশাল সদর উপজেলায় বন্দর থানা পুলিশের অভিযানে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৬ আগস্ট) রাতে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ কর্ণকাঠি সংলগ্ন খয়রাবাদ ব্রীজের নীচে থেকে তাদের আটক করা হয়। যা শনিবার দুপুরে নিশ্চিত করেছে বরিশাল মেট্টোপলিটন পুলিশের মিডিয়া সেল ।
আটকৃত আসামীরা হলেন, কর্ণকাঠি ৯ নং ওয়ার্ডের মোঃ বাবুল হাওলাদারের ছেলে মোঃ বাদল হাওলাদার (৩১), তার দুই সহযোগী ওই এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ সাইফুল ইসলাম অপু (২৮) ও নগরীর ২৫ নং ওয়ার্ডের আহম্মেদ মোল্লা সড়কের খলিফা বাড়ীর শুক্কুর খলিফার ছেলে আল আমিন খলিফা(২৪)কে আটক করা হয়।
পুলিশ জানায়- শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ কর্ণকাঠি সংলগ্ন খয়রাবাদ ব্রীজের নীচে বাদল হাওলাদারের বসতঘরে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এঘটনায় আটক আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.