প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৩:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২২, ৯:০১ এ.এম
বোয়ালখালীতে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ বাজারসহ ১৭টি স্থাপনা উচ্ছেদ

অনলাইন ডেস্ক :
চট্টগ্রাম নগরীর বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া ও জোটপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বাজার, ফুটপাত দখলমুক্ত করতে ১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৪ আগস্ট বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, কানুনগোপাড়া ও জোট পুকুর পাড় এলাকায় সড়কের দুইপাশের দোকানের সামনের অংশ সম্প্রসারণ করে অবৈধ ব্যবসা পরিচালনা করছিলো দোকানিরা। এতে যানজট সৃষ্টির পাশাপাশি সাধারণ পথচারীরা চলাচলে ভোগান্তিতে পড়েন। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ আগস্ট দোকানদারদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য তিনদিনের সময় দিয়ে নির্দেশনা প্রদান করা হয়েছিলো। কিন্তু অধিকাংশ দোকানিরা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ ১৭টি স্থাপনা উচ্ছেদ করা হয় এবং একজনকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া যারা এখনো নিজ উদ্যোগে সড়িয়ে নেয়নি তাদেরকে আবারো নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের ভিতর অবৈধ স্থাপনা সড়িয়ে না নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি ও প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.