প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৪:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২২, ২:৪৭ পি.এম
বরিশালে জুতার কারখানার আগুন নেভাতে গিয়ে আহত ২

অনলাইন ডেস্ক //
বরিশালে বিসিক শিল্প নগরীতে রপ্তানীমুখি শিল্প প্রতিষ্ঠান ফরচুন সুজ নামের একটি জুতা তৈরির কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর কাউনিয়া এলাকার বিসিক শিল্প নগরীতে ফরচুন সুজের কারখানার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এসময় আগুন নেভাতে গিয়ে ফরচুন সুজের দু'জন কর্মী আহত হন। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরচুন সুজ কোম্পানির একাধিক শ্রমিক জানান, কারখানার দোতলায় অবস্থিত গুদাম থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সেখানে যায় এবং আগুন নেভানোর কাজে অংশ নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বেল্লাল উদ্দিন ফরচুন সুজের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের অগ্নিনির্বাপন ও উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ৬টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে এবং এতে ক্ষয়ক্ষতি পরিমাণ সম্পর্কে জানতে চাইলে বেল্লাল উদ্দিন বলেন, এটি তদন্ত করে জানা যাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
ফরচুন সুজের ফ্যাক্টরি ম্যানেজার মো. জামাল হোসেন জানান, আগুন নেভাতে গিয়ে প্রডাকশন সুপারভাইজার মো. সাইফুল ইসলাম (৩০) এবং ইলেকট্রিক্যাল সুপারভাইজার মো. আল আমিন (২৮) আহত হয়েছে। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, ফরচুন সুজের কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ক্ষতক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.