বিরোধী দল না খুঁজে দুর্নীতিবাজ খুুঁজুন : মোমিন মেহেদী
আপডেট সময় :
শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
১৯৩
০ বার সংবাদটি পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার দলীয় অন্যান্য মন্ত্রী-এমপি-রাজনীতিকদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, বিরোধী দল না খুঁজে দুর্নীতিবাজ খুুঁজুন, নীতিবান নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখুন।
১৬ এপ্রিল বিকেলে গুলিস্তানে ইফতার সামগ্রী বিতরণ প্রদানপূর্বক পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, হাবিবুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় মোমিন মেহেদী আরো বলেন, ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবিতে যোগ দিয়ে অপরাধ-দুর্নীতির রাজনীতিকে ‘না’ বলে এগিয়ে যেতে হবে বাংলাদেশকে ভালোবেসে। পবিত্র রমজানে নিন্মবিত্ত মানুষদের কথা ভুলে গেছে সরকার, ভাসমান মানুষদের কথা ভুলে গেছে সরকার, প্রতিবন্ধী-বৃদ্ধ-বৃদ্ধাদের কথাও ভুলে গেছে সরকার; তাদের কথা স্মরণ করিয়ে দেয়ার জন্য নতুনধারার রাজনীতিকদের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষকে এখনই জেগে উঠতে হবে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply