প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৬:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২২, ১১:০১ পি.এম
বরিশালগামী লঞ্চে আগুন আতঙ্ক; মুন্সীগঞ্জে নোঙর;;

অনলাইন ডেস্কঃ
ঢাকা থেকে বরিশালগামী বিলাসবহুল এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়লে রাত ১২টায় মুন্সীগঞ্জ ঘাটে নোঙর করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে লঞ্চটির ইঞ্জিনরুম থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হলে যাত্রীদের মধ্যে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে লঞ্চ কর্তৃপক্ষ জানায়, লঞ্চে আগুনের কোনো ঘটনা ঘটেনি। যাত্রীদের মধ্যে তুচ্ছ কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমভি প্রিন্স আওলাদ লঞ্চের করনিক সাজ্জাদ হোসেন বলেন, ‘লঞ্চের সাইলেঞ্চার পাইপে নতুন অ্যাডজাস্টার লাগানো হয়েছে। অ্যাডজাস্টার লাগাতে হ্যালাইট দরকার হয়। ইঞ্চিন চালু হওয়ায় সেই হ্যালাইট গরম হয়ে পোড়া গন্ধ বেড়িয়েছে। এ কারণে যাত্রীদের মাঝে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা মনে করেছেন, কোথাও আগুন লেগেছে, কিন্তু কোনো ধরনের ধোঁয়া বের হওয়ার ঘটনা ঘটেনি। সাজ্জাদ বলেন, ‘যেহেতু যাত্রীদের মধ্যে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে, তাই মুন্সীগঞ্জ ঘাটে লঞ্চ নোঙর করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসেছেন। নৌ পুলিশ এসেছেন। তারা পরীক্ষা করে দেখছেন। তারা সিদ্ধান্ত দিলে যাত্রা শুরু হবে। লঞ্চের যাত্রী হাবিবুর রহমান রাত দেড়টায় বলেন, ‘কোনো আগুনের ঘটনা ঘটেনি। আমরা কেবিনে ছিলাম। ডেকের যাত্রীদের সঙ্গে কথা বলে জানলাম ইঞ্জিনরুম থেকে ধোঁয়া বের হচ্ছিল। এতে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এখন লঞ্চটি মুন্সীগঞ্জ ঘাটে নোঙর করা আছে। তখন পর্যন্ত ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটিএ কোনো সিদ্ধান্ত দেয়নি বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.