জাতীয় দৈনিক অধিকার ও অনলাইন নিউজপোর্টাল সিটিজি সংবাদ পত্রিকার বোয়ালখালী প্রতিনিধি, বোয়ালখালী অনলাইন প্রেস ক্লাবের অর্থ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম শাহেদ হোসাইন ছোটনকে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বোয়ালখালী অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। হুমকির ঘটনায় বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।
প্রতিবাদ লিপিতে বোয়ালখালী অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, প্রকাশ্যে দিবালোকে একজন সংবাদকর্মিকে মারধর করার অপচেষ্টা চালানো এবং প্রাণনাশের হুমকি খুবই দুঃখজনক এবং এটি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। নেতৃবৃন্দ অবিলম্বে হুমকি দাতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোরদাবী জানান।
গত ২৮ মার্চ স্থানীয় একটি বৈঠকে কোনো কারণ ছাড়াই সাংবাদিক শাহেদ হোসাইন ছোটনকে দেখে তেলেবেগুনে জলে উঠে পশ্চিম সারোয়াতলী সামশু খলিফার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে আতিকুল ইসলাম আখি। হঠাৎ করে তেড়ে এসে ছোটনকে মারধর করার চেষ্টা চালায় সে। উপস্থিত লোকজনের চেষ্টায় এ যাত্রায় প্রাণে রক্ষা পায় সাংবাদিক ছোটন। পরে হামলাকারি আখি সাংবাদিক ছোটনকে প্রাকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। এঘটনায় সাংবাদিক শাহেদ হোসাইন ছোটন জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী (জিডি) লিপিবদ্ধ করেছেন।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল করিম বলেন, সাংবাদিক শাহেদ হোসাইন ছোটনকে মারধর ও প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরী এন্ট্রি করা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply