প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৬:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২২, ৪:৩১ এ.এম
বিডি ক্লিন বরিশাল বিভাগীয় সমন্বয়ক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত।

রাজিব তাজ //
অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। বিডি ক্লিন বরিশাল বিভাগীয় সমন্বয়ক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
গতোকাল সকাল ৯ টায় বিভাগীয় সমন্বয়ক সম্মেলন ও নির্বাচন এর শুরু হয়, প্রথম অধিবেশন শেষ হয় দুপুর ২ টার মধ্যে, এবং দুপুরের খাবারের বিরতির পর দ্বিতীয় অধিবেশন ও নির্বাচন শুরু হয়।

উক্ত বিভাগীয় সমন্বয়ক সম্মেলন ও বিভাগীয় নির্বাচনে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় সমন্বয়ক মাসুদুর রহমান।
স্ট্রাটেজিক রিসার্চ এন্ড ডেভলপমেন্ট কো-অর্ডিনেটর ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উক্ত নির্বাচনে উপস্থিত ছিলেন রাশেদ মোস্তফা ও অতিথি হিসেবে বিডি ক্লিন'র হেড অব আইটি এন্ড মিডিয়া শরীফ মুহাম্মদ আল আমিন, বিডি ক্লিন বরিশাল জেলা টিমের উপদেষ্টা ডাঃ প্রমিত সাহা।
বরিশাল বিভাগীয় সমন্বয়ক সম্মেলন ও নির্বাচনে বিভাগীয় নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিডি ক্লিন পটুয়াখালীর অতিঃ সমন্বয়ক রুমি তালুকদার, বরিশাল বিভাগীয় নির্বাচন কমিশনার ও পটুয়াখালী জেলা সমন্বয়ক কে. এম. জাহিদ, বরিশাল বিভাগীয় নির্বাচন কমিশনার ও মেহেন্দিগঞ্জ উপজেলা সমন্বয়ক রাজিব তাজ, বরিশাল বিভাগীয় নির্বাচন কমিশনার ও গৌরনদী উপজেলার সমন্বয়ক পলাশ তালুকদার।

উক্ত বিভাগীয় সমন্বয়ক সম্মেলন ও নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বীর প্রতিক মহিউদ্দিন মানিক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিডি ক্লিন বরিশাল জেলা সমন্বয়ক জায়েদ ইরফান, পটুয়াখালী জেলা সমন্বয়ক কে এম জাহিদ হাসান, ভোলা জেলা সমন্বয়ক হারুন হাওলাদার শিমুল, বরগুনা জেলা সমন্বয়ক সুদেব বিশ্বাস, ঝালকাঠি জেলা সমন্বয়ক শাকিল রনি, এছাড়াও বরিশাল সাবেক বিভাগীয় সমন্বয়ক ইব্রাহিম মাসুম।
উক্ত বিভাগীয় সমন্বয়ক সম্মেলন ও নির্বাচন শেষে ভোট গ্রহনের মাধ্যমে নতুন করে বিভাগীয় সমন্বয়ক হিসেবে নির্বাচিত হোন বরগুনার জেলা সমন্বয়ক সুদেব বিশ্বাস।

সুদেব বিশ্বাস নির্বাচিত হওয়ার পর শপথ বাক্যে পাঠের মাধ্যমে দ্বায়িত্ব বুঝে নেন এবং সবার সাথে কুশল বিনিময় করেন।
সর্বশেষে উপস্থিত সকল বিডি ক্লিন পরিবারের সদস্যদের মধ্যে ক্রেস্ট, শুভেচ্ছা স্মারক ও সম্মাননা স্মারক প্রদান করে সভাপতি নির্দেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.