চট্টগ্রামের পটিয়ায় উপজেলার কেলিশহর ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার শ্যামল দের মেয়ে প্রিয়া দে (১৮) গত ০৩দিন ধরে নিখোঁজ। সে গত শনিবার ১৯ মার্চ তারিখে সকাল ৯টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বাহির হওয়ার পর থেকে সন্ধান পাওয়া যাচ্ছে না। সে বোয়ালখালী উপজেলার স্যার আশুতোষ সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী।
জানা গেছে কলেজ ছাত্রী প্রিয়া দে, বয়স ১৮, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, স্বাস্থ্য মধ্যম, গায়ের রং- উজ্জল শ্যামলা,মাথার চুল কালো, লম্বা,কপালের মাঝখানে ছোট একটা দাগ আছে। বাড়ি থেকে বাহির হওয়ার সময় পড়নে লাল কালারের জামা ছিলি।
পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান কলেজে ছাত্রী নিখোঁজের ঘটনায় তার মা একটি হারানো ডায়রীর করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply