আজ ০৩/০৩/২০২২ ইং রোজ বৃহস্পতিবার, আওয়ামীলীগ নেতা ও উপজেলার মেমানিয়া ইউনিয়নের ইউপি সদস্য মনির চৌকিদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হিজলা উপজেলা আওয়ামী লীগ সকাল ১০ টায় উপজেলা মাঠে মানববন্ধন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু, সহ সভাপতি এনায়েত হাওলাদার, ইসমাইল হোসেন মাস্টার যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহামুদ গুয়াবাড়িয়া আওয়ামী লীগের সভাপতি নিপু সিকদার, হরিনাথপুর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার খান, মেমানিয়া আওয়ামী লীগের সভাপতি খায়ের মৃধা, মহিলা আওয়ামী লীগের নেত্রী সেলিনা পারভীন তুহিন, কৃষক লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, সাধারন সম্পাদক টিটু,যুবলীগের যুগ্ম আহবায়ক মাসুদ হাং সহ হিজলার বিভিন্ন ইউনিয়ন থেকে আশা অসংখ্য নেতা কর্মী। মানববন্ধনে নেতারা অবিলম্বে মনির মেম্বার এর উপর হামলা কারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
পারে আওয়ামী লীগ নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারক লিপি প্রদান করেন।
এ সময় বক্তারা অপরাধীদের দ্রুত গ্রেফতার না করা হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২৪ই ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১১ টার সময় মেমানিয়া ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র সহ তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন,পরে পরিস্থিতির অবনতি হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতাল প্রেরণ করেন।
এই ঘটনায় আহতের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই এলাকার সাবেক ইউপি সদস্য লতিফ মৃধ্যাকে গ্রেফতার করে হিজলা থানা পুলিশ।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply